রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালী পৌর এলাকায় ছিনতাই চেষ্টায় বাধা দেওয়ায় ছুরিকাঘাতে তিন যুবক আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাটাখালির পৌরসভার শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করো রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়।
আহতরা হলেন, ওই এলাকার আয়নালের ছেলে ওহেদুল (২৮), আলমগীরের ছেলে হাফিজুর (১৮), গোলাম কিবরিয়ার ছেলে রাসেল (২৬)।
আহতরা অভিযোগ করেন, তাদের ছুরিকাঘাত করেন একই এলাকার আওয়ামী লীগ নেতা জনির ভাই সম্রাট, সাজ্জদের ছেলে কাওসার, দোলাগীরের ছেলে কাজল।
স্থানীয়রা জানায়, আহতরা শ্যামপুর বালুর ঘাট এলাকায় বেড়াতে যান। তাদের একা পেয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায় জনিসহ অন্যরা। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে তিনজনকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
কাটাখালী থানার ওসি তদন্ত রাসেল বলেন, ঘটনা শুনেছি। কেউ অভিযোগ করেনি, করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।