ধরো না’ নতুন গানের মডেল হিসেবে হাজির হলেন মাহিম করিম খান। ঈদ উপলক্ষে নতুন এই গানের ভিডিও আনলেন তিনি।
এরআগে হিন্দি গানের মিউজিক ভিডিও ‘ইতনা দূর’ অর্থাৎ এতোদূরে কেন চলে যাওয়া, এতো ভালোবাসি তোমায়’ এমন রোমান্টিক বিরহ মিশ্রিত বিরহের গানের ভিডিও প্রকাশ পায় গত বছরের শেষ দিকে।
জানা যায়, ‘ধরো না’ গানটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ার ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউবে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের আইরিন আফরোজ মডেল হয়েছেন মাহিমের বিপরীতে। এতে কণ্ঠ দিয়েছেন তাহসিন ও রাকিব। গানটি ইতিবাচক মন্তব্য পেতে শুরু করেছে।
মাহিম বলেন, ‘সুন্দর একটি মিউজিক ভিডিও দর্শক-শ্রোতাদের ঈদে উপহার দেয়ার চেষ্টা করেছি। মিউজিক ভিডিওটি আমার পছন্দের। ইতিবাচক সাড়াও পাচ্ছি।’