আবির, বাংলাদেশনিউজ২৪, ঢাকা।
গত ২৫ অক্টোবর, রাত ৭টা ৪৫মি. রাজধানীর নীলক্ষেত হতে বই কিনে মোটর সাইকেলে করে ফিরছিলেন লেফ. ওয়াসিম ও তার স্ত্রী। নীলক্ষেত থেকে মিরপুর রোডের দিকে যাওয়ার সময় কলাবাগান মাঠের কাছেই ল্যাবএইড হাসপাতালের সামনে পৌছালে জ্যামে পড়ে যান তিনি। তখন পেছন থেকে একটি কালো রংগের পাজেরো গাড়ী (যাহার নম্বর: ঢাকা মে্ট্টো-ঘ ১১-৫৭৩৬) ওয়াসিমের মোটর সাইকেলের পেছন থেকে ধাক্কা দিলে ওয়াসিম উক্ত গাাড়ীটিকে উদ্দেশ্য করে নিজের পরিচয় দিয়ে গাড়ীটির ড্রাইভারকে ঈশারা করে একটু থামতে বলেন। তখন ঐ গাড়ী থেকে নেমে এসে গাড়ীর ড্রাইভার এবং তার সহযোগীরা এলোপাথাড়ী কিল ঘুশি মাারতে থাকে। মারতে এক পর্যায়ে ওয়াাসিমের একটি দাঁত পড়ে যায় এবং ভিষণ রক্তাক্ত হন তিনি। ওয়াসিমের স্ত্রীর গাায়ে হাত দিয়ে নির্যাাতন করা হয়েছে বলেও সুস্পষ্টভবাবে জানান ভু্ক্তভোগী। ওয়াসিম নিজেকে লেফ. ওয়াসিম, বাাংলাদেশ সসস্ত্র বাহিনী বলে পরিচয় দিলেও তাকে বেধড়ক মারধর করে সন্ত্রাসী বাহিনীরা। মারার এক পর্যায়ে লোকজন জড়ো হয়ে গেলে এবং সাংবাদিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সন্ত্রাস বাহিনীরা। গাড়ীটি উক্ত স্থানে পড়ে থাকলে স্থানীয় প্রসাশন গাড়ীটি থানায় নিয়ে যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে এক্ষেত্রে ওয়াসিম আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানাযায়। গাড়িটি যে থানায় রয়েছে সেখান থেকে গাড়ীর মালিক পক্ষ এবং সন্ত্রাস বাহিনীর পরিচয় পাওয়া যেতে পারে। তবে সে ক্ষেত্রে প্রসাশনিক সহযোগীতা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে সুদৃষ্টি থাকলে সন্ত্রাসীরা ধরা পড়বেই এমন মন্ত্রব্য করেছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
(ভিডিও ফুটেজ সংগৃহিত রয়েছে, বাংলাদেশনিউজ২৪)