কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দাঁতভাঙ্গা ইউনিয়নের বজ্রপাতে ৩০জন আহত হয়েছে।এলাকাবাসী আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছে।
মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার দাতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার দাতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে কর্মসৃজন কর্মসুচীর আওয়তায় ৩৫জন দিনমজুর রাস্তার মাটির কাজ করছিলো। দুপুর ১টার দিকে তুমুল বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে শালূরবাড়ির দোকানের ঝাপের নিচে অবস্থান নেয় শ্রমিকরা। এসময় বজ্রপাতের আঘাতে রফিকুল (২৭), মোকরম (৪৫),নুরজাহান(৪০) ফজল(৪০) তছিরন(৩৪), জবেদা(২৬), রহিম(২৮), অহিতন(৩২), ছহিদা(৩৭), মোকলেজা(৪০), রন্জু (৪৫), মুলুকচানসহ (৩৩) ৩০জন গুরুতর আহত হয়।
পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। তারা সবাই ১নং ওর্য়াড়ের বাসীন্দা বলে ওই এলাকার ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান।
দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যার সামসুল হক ঘটনার কথা স্বীকার করে বলেন, আমি তাদেরকে হাসপাতালে নেওয়ার জন্য পরার্মশ দিয়েছি।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার জানান, আহতদের শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে গেছে। তাদের কানে প্রচণ্ড আঘাত লেগেছে।