শাহজাহান বাচ্চুর হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে কানাডায় শান্তিপূর্ণ সমাবেশ করেছে প্রবাসী লেখক ও সাংস্কৃতিককর্মীরা । বুধবার কানাডার টরন্টোস্থ বাংলাপাড়া ড্যানফোর্থের ঘরোয়া রেস্টুরেন্ট প্রাঙ্গণের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যা আটটায় বাচ্চুর হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে তারা শান্তিপূর্ণ সমাবেশ করে। তারা হূমায়ুন আজাদ, অভিজিৎ রায়, ফয়সল আরেফিন দীপন হত্যার বিচারের দাবি জানান।
উদীচী কানাডা শাখা, টরন্টো ফিল্ম ফোরাম, পিডিআই, অভিবাসী পত্রিকার যৌথ আয়োজনে উপস্থিত ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেন।