উত্তর কাট্টলী দাশ বাড়ি সংলগ্ন সার্বজনীন মহাশ্মশানের পরিবেশ বান্ধব শবদাহ চুল্লীল ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম দিদার, বলেন কাট্টলীর ইতিহাস যেমন সম্প্রিতির তেমন এই কাট্টলীতে সকল সম্প্রদায়ের সকল ধর্মীয় আচার অনুষ্ঠান হবে সম্প্রতির মেলবন্ধন। তিনি বলেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক দেশগঠনের লক্ষ্যে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে প্রতিনিয়ত। সাম্প্রদায়িকতার বীজ চিরতরে উৎখাত করে বঙ্গবন্ধুর স্বপ্নের একটি অসম্প্রায়িক দেশ গড়ার লক্ষ্যে তার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় উত্তর কাট্টলী সনাতনী সমাজের দীর্ঘদিনের লালিত স্বপ্ন একটি পরিবেশ বান্ধব চুল্লি নির্মানের মাধ্যমে বাস্তবায়িত হতে যাচ্ছে। শ্মশান কমিটির সভাপতি বাবু সুভাষ দাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিপু বিশ্বাস ও সংগঠক টুনটু দাশ বিজয়ের যৌথ সঞ্চলনায় উপস্থিত ছিলেন সর্বশ্রী বিরেন্দ্র লাল দে , লোকমান আলী, ইঞ্জিনিয়ার তরুন তপন দত্ত, কনকন দাশ শর্মা, ইঞ্জিনিয়ার কৃষ্ণ ভজন আচার্য্য, সুবাস চন্দ্র দে, মুকেশ কুমার দত্ত, খোকন দাশ, সমিরণ দত্ত, স্বদীপ দে, সবিতা বিশ্বাস, œ বিধু কর্মকার, আবদুল্লাহ আল হারুন, অনিল দে, মিজানুর রহমান মিজু, অমর মজুমদার, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান জনি, বিল্পব দত্ত কাজল প্রমুখ বক্তরা এম পি মহোদয়ের নিজস্ব অর্থায়নে পরিবেশ বান্ধব এই চুল্লি নির্মানের উদ্যোগ নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।