মো: মাশিপুল ইসলাম সিয়াম, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তার ভাঙ্গন ঠেকাতে নদীর পাড়ে মানববন্ধন করেছেন এলাকাবাসি। মঙ্গলবার (০৮ মে) উপজেলার নদী ভাঙ্গন এলাকা লালচামার খেয়া ঘাটে তিস্তা নদীর তীরে শত শত নারী-পুরুষ তিস্তার ভাঙ্গন ঠেকানোর দাবীতে মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান মাজেদ, জেলা পরিষদ সদস্য জামিউল আনসারী লিংকন, চন্ডিপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদুল ইসলাম, কাপাসিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার, মানববন্ধন অধিকার সংস্থার কর্মী নুরে আলম সিদ্দকী।
বক্তারা বলেন- চন্ডিপুর, কাপাসিয়া ও শ্রীপুর ইউনিয়নের সিংজানী, লালচামার, ভাটি কাপাসিয়া ও উত্তর শ্রীপুরের বাবুর বাজার তিস্তা নদীর ভাঙ্গনের কবলে পড়ে শত শত ঘর-বাড়ি নদী গর্ভে বিলীন হচ্ছে। সরকার অনতিবিলম্বে এ ভাঙ্গন প্রতিরোধ না করলে আগামী বর্ষা মৌসুমে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙ্গে ওইসব এলাকার পশ্চিম অঞ্চলের হাজার হাজার বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, বাজারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হবার সম্ভাবনা রয়েছে।