ঘটনাটি ঘটে নোয়াখালীর সুধারাম থানার ৭ নং কাজিরটেক ইউনিয়নের ৬ নং ওয়ার্ড, বাংলা বাজারের দক্ষিণে। স্বামী-স্ত্রীর বনিবনা না হলে, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন মিলে গভির রাতে মাকে নির্যাাতন করে মেরে গাছের সাথে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখে ১ বছরের কন্যা সন্তানটিকে পানিতে ফেলে হত্যা করেছে নরপশুরা। এমন নির্মমতা আর বর্বরতাকে কেন্দ্র করে গ্রামবাসীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেনে। তারা জানান এমন জঘন্য হত্যাকাণ্ড পৃথিবীতে বিরল। হত্যাকারীর দৃষ্টান্তমুলক বিচার চাই, ফাঁসি চাই। যানা যায় মৃত মেয়েটি কোম্পানীগঞ্জ উপজেলার ৮ নং চর এলাহী ইউনিয়ন গাংচিলের অধিবাসী। মেয়টির বাবার নাম কাসেম মোল্লা।
http://fcialisj.com/ – purchase cialis online