ফরহাদ হোসেন রানা, বাংলাদেশ নিউজ২৪
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে কেপিএল এর চার টিম তথা ঢাকা এলিভেন, রংপুর রেনেগেট্স, বাইকারস্ স্কয়ার ও থান্ডার বয়েজ এর খেলোয়ারের মূল্য নির্ধারণ করা হয় একটি আসরের মাধ্যমে। যেখানে রেজিষ্ট্রেশন করেছেন ৭০জন খেলোয়ার। প্রজেক্টরের মাধ্যমে প্রত্যেক খেলোয়ারের ছবি তুলে ধরলেই হাকানো হচ্ছে খেলোয়ারের মূল্য। আনন্দ আর উল্লাসে ভরপুর আসরের উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যগণদের। ঢাকার মিরপুর-২নং ষ্টেডিয়ামের ভিআইপি গেইটের বিপরীত পার্শ্বে ৬নং রোডে এই আয়োজন করা হয়। প্রতিটি টিমের বাজেট নির্ধারণ করা হয় ১০ লক্ষ টাকা করে। এই কেপিএল খেলাটি অনু্ষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর। খেলার মাঠ হিসাবে প্রতিবারের মতই এবারও থাকছে মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠ। বাধ্যগত করা হয়েছে ৪০ উর্ধ্ব অন্তত ২জন খেলোয়ার। প্রতি বছরের শীতকে স্বাগত জানিয়ে এই আয়োজনটি করা হয় খুবই গুরুত্বের সাথে। তবে এবার একটু আগেই আয়োজিত হবে বলে জানিয়েছেন প্রধান আয়োজক মোঃ সুজন।