গতকাল শনিবার বিকেলে যশোরের দড়াটানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষ্কর্য স্থাপন সম্পর্কে কটুক্তি করায় প্রতিবাদে রাজনৈতিক পার্টি হেফাজত মহাজোটের সাথ যুক্ত থেকে এতদিন দেশ সেবা করে আসছে। কিন্তু বর্তমানে মহাজটের কর্মকান্ডকে সমর্থন না করে বিভিন্ন কটুক্তি ও ঋণাত্মক মন্তব্য করে। এই মন্তব্য ও কটুক্তিতে ক্ষুব্ধ হয় জনতা ও আওয়ামীলীগের অঙ্গসংঙ্গঠন রাজেনৈতিক দলগুলো। এরই ধারাবাহিকতায় প্রতিবাদে আজ মানববন্ধন করা হয়। মানববন্ধনে মহাজোট থেকে হেফাজতকে বাদ দেওয়ার দাবি জানান। মানব বন্ধনকারীরা ক্ষোভ প্রকাশ করেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বা তার ভাষ্কর্য নিয়ে আমরা কোন কটুক্তি সয্য করব না। কারন তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কে রক্ষার জন্য তার সারা জীবন উৎসর্গ করেছেন।

রিপোর্টার
Side Affects Of Cephalexin acaniejern [url=https://xbuycheapcialiss.com/]online generic cialis[/url] anataTiere Super Viagra And Malegra Fxt